ডেট্রয়েটে বিখ্যাত কোবো সেন্টারের নতুন নামে আত্মপ্রকাশ

banglashangbad

ডেট্রয়েট অবস্থিত বিখ্যাত সম্মেলন কেন্দ্র  কোবো সেন্টার নাম পরিবর্তন করে টিসিএফ সেন্টার নামে আত্মপ্রকাশ করেছে।  সম্প্রতি এক সংবাদ সম্মেলনে টিসিএস ব্যাংক কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। মেয়র আলবার্ট ই কোবোসের বর্ণবাদী নীতির কারণে বিখ্যাত এ ভবনটির নাম নিয়ে  সমস্যা দেখা দেবার পর পরিবর্তনের সিদ্ধান্ত  নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে টিসিএফ ব্যাংকের চেয়ারম্যান গ্রে টোরগো জানান যে  ভবনটি একটি ব্যাংকের সদর দপ্তর  হিসেবে ব্যবসা পরিচালনা করবে। তিনি আরো জানান যে ভবনের নাম পরিবর্তন একটা গর্বের বিষয়  যা সকল সম্প্রদায়ের মানুষের জন্য শুভ বার্তা বয়ে আনবে।

ডেট্রয়েট শহরে নির্মিত টিসিএফ কেন্দ্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭ তম বৃহত্তম সম্মেলন কেন্দ্র। এটি প্রথম ১৯৬০ সালে উদ্বোধন করা হয়। প্রাক্তন ডেট্রয়েট মেয়র অ্যালবার্ট ই কোবোর  সম্মানে কেন্দ্রটি কোবো হল নামকরণ করা হয়েছিল।এখন টিসিএফ সেন্টার সম্মেলন , প্রদর্শনী  ও ট্রেডশো হোস্ট করে সারা বিশ্ব থেকে  বছরে ১.৫ মিলিয়ন দর্শনার্থীকে ডেট্রয়েটে নিয়ে আসে।