মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট ডাউন টাউনে বিক্ষোভরত জনতার মধ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, এই শুটিংএ পুলিশ জড়িত নয়।
ডেট্রয়েট পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানান, রাত প্রায় সাড়ে ১১ টার দিকে ধূসর রংয়ের ডাজ ডুরাঙ্গ গাড়ী থেকে অজানা ব্যক্তি(An unknown suspect) ভিড়ের মধ্যে ১৯ বছর বয়েসী এক ব্যক্তিকে গুলি ছোড়ে পালিয়ে যায় এবং তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।
ডেট্রয়েট পুলিশ ঘটনার তদন্ত করছে।
উল্লেখ্য মেনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিশ শহরে পুলিশ কর্তৃক নির্যাতনে জর্জ ফ্লয়েড(৪৬) নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে গতকাল শুক্রবার ২৯ মে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের ডাউন টাউনে সহস্রাধিক মানুষ জড়ো হন ও গভীর রাত অবধি বিক্ষোভ প্রদর্শন করেন, এবং এই বিক্ষোভে গুলির ঘটনা ঘটে।