ডেট্র​য়েটে করোনায় মারা যাওয়া ৯০৭ জনের ছবি টাঙ্গিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন​


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের বাসিন্দারা ৩১ আগষ্ট ভিন্নভাবে উদযাপন করলো একটি বিষাদময় দিন।  করোনায় হারিয়ে যাওয়া মানুষদের স্মরণে শ্রদ্ধায়, ভালবাসায় ব্যতিক্রমী এক আয়োজন উদযাপন করলো ডেট্রয়েটবাসী। করোনায় সংক্রমিত হয়ে ডেট্রয়েটে প্রায় ১ হাজার ৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

তাদের স্মরণে শহরের বেলে আইলে পার্কে মাইলব্যাপী করোনায় হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছিলো। সেখানে ৯০৭ জনের ছবি রাস্তার পাশে টাঙ্গানো হয়েছিল।

বেলে আইলে পার্ক আজ হয়ে উঠেছিলো শোকের স্থান।  যারা মা, বাবা, ভাই, বোন, পুত্র, কন্যা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব হারিয়েছিলেন তারা আজ এখানে এসেছিলেন।  সে এক হৃদয় বিদারক দৃশ্য ! স্বজন হারানো মানুষজন একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলেন, কেউ গাড়ী থেকে স্বজনের ছবি দেখে চোখ মুছছিলেন, কেউবা ছবির মানুষটিকে দেখে বিশাল আকাশটার দিকে চেয়েছিলেন খানিক্ষণ, কেউ কেউ বাকরুদ্ধ, কেউ বেলে আইলের নরম ঘাসে  বসেছিলেন দীর্ঘক্ষণ।

সোমবার ৩১ আগষ্ট সকাল ৮ টা ৪৫ মিনিটে ডেট্রয়েটের সব জায়গায় ঘন্টা বাজিয়ে করোনায় হারিয়ে যাওয়া মানুষগুলোকে সন্মান জানানো হয়।  সারা দিন ব্যাপী অসংখ্য মানুষ গাড়ীতে করে শোক মিছিল করেন। স্মারক অনুষ্টানের উদ্ধোধনে রাজ্যের গভর্ণর গ্রিচেন হুইটমার, লুইটেনেন্ট গভর্ণর গারলিন গিলক্রিষ্ট, ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান এবং শহরের শিল্প ও সংস্কৃতি পরিচালক রোচেল রিলে বক্তব্য রাখেন। গভর্ণর বলেন, আমরা ইতিমধ্যে করোনায় ৬ হাজারেরও বেশী মিশিগানবাসীকে হারিয়েছি, আক্রান্ত হয়েছেন ১ লাখেরও বেশী মানুষ। শুধু ডেট্রয়েটে মারা গেছেন ১ হাজার ৫০০‘র বেশী মানুষ।

কেভিন চার্লস নিজে গাড়ী চালিয়ে এসেছিলেন মৃতদের সন্মান জানাতে, করোনায় গত ১৬ মে তার ভাই মাইকেল চার্লসকে তিনি হারিয়েছেন। টিওনা বার্কসডেল ম্যাথিউজ এসেছিলেন তার বোনকে শ্রদ্ধা জানাতে ও স্মরণ করতে যিনি করোনায় মারা গিয়েছিলেন গত ২৩ মার্চ।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *