ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মত নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে মিশিগান আসছেন আগামী ২৭ অক্টোবর


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মত নির্বাচনী প্রচারে মিশিগান আসছেন আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার।

অন্যদিকে নির্বাচনী প্রচারে আগামীকাল রোবাবর দ্বিতীয়বারের মত মিশিগান আসছেন ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী কমলা হ্যারিস। দশ দিনের ব্যবধানে মিশিগানে এ মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের এটি দ্বিতীয় সফর।  গত ১৭ অক্টোবর রাজ্যের মাস্কিগানে ট্রাম্পের জনসভায় সহাস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

রিপাবলিকান দলের নির্বাচনী অফিস সুত্রে জানা গেছে, ২৭ অক্টোবর রাজ্যের রাজধানী ল্যান্সিং এর আন্তজার্তিক বিমান বন্দরে বেলা ২ টায় নির্বাচনী সমাবেশ শুরু হবে এবং সমর্থকদের জন্য বেলা ১১ টায় ফটক খুলে দেয়া হবে।

এখানে উল্লেখ্য মিশিগানের ডেমোক্রেট গভর্নর গ্রিচেন হুইটমারের হোম টাউন হচ্ছে ল্যান্সিং। ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডেভিড ডুলিও বলেছেন ল্যান্সিং ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থল নির্বাচন একটি কৌতুহলী অবস্থান।  ২০১৬ সালের নির্বাচনে বিমান বন্দরের আশপাশের বেশীরভাগ কাউন্টির ভোটাররা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। 

এদিকে আগামীকাল রোববার মিশিগানের ডেট্রয়েটে নির্বাচনী প্রচারে আসছেন ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী কমলা হ্যারিস।  ডেমোক্রেট দলের নির্বাচনী অফিস তার সফরের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তবে জানা গেছে, নির্বাচনী প্রচার সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে না করোনা মহামারীর কারণে। 

আমেরিকার প্রেসিডেন্ট  নির্বাচনে ৫০ টি রাজ্যের মধ্যে যে ৬ টি রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশিগান তাদের অন্যতম। এদিকে মিশিগানে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, কমলা হ্যারিস, জিল বাইডেন,  ট্রাম্প জুনিয়র, বার্নি স্যান্ডার্স, এরিক ট্রাম্প ও প্রেসিডেন্ট কন্যা ইভানকা। 

রাজ্যে রিপাবলিকান পার্টি তাদের জয় ধরে রাখতে মরিয়া অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি তাদের হারানো রাজ্য ফিরে পেতে সর্বশক্তি নিয়োগ করেছে। উল্লেখ্য মিশিগান হচ্ছে ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাটি,  টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত থাকার পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিন্টনকে হারিয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *