ড্রীম সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত


২৮ শে জুন নগরীর মিরের ময়দানে অবস্থিত ফার্মিস গার্ডেনে ড্রীম সোসাইটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) এস,এম,পি সিলেট, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহেদ আলী, প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বপ্নের ঢেউ ফাইন্ডেশন অফ বাংলাদেশ। আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মোঃবাছিত হোসেন সভাপতি বিশ্বনাথ সমাজ কল্যান সংস্থা ফ্রান্স আরো ছিলেন আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক স্বপ্নের ঢেউ ফাইন্ডেশন । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, মোঃ শামীম খাঁন, (সভাপতি ড্রীম সোসাইটি সিলেট)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে, ফয়সল আহমেদ বলেন, দেশে অনেক মানুষ রুগ বালাইতে আক্রান্ত, ঘুরতে হয় অনেক ডাক্তারের চেম্বারে চেম্বারে শুধু নিজের সুস্থতার জন্য। তিনি আরো বলেন, অনেক মানুষ মারা যায়, রক্তের অভাবে অনেকে অনেককে বাঁচাতে পারেন না শুধু এক ব্যাগ রক্তের জন্য, আজ সেই রক্তে ও মানব সেবার জন্য এই ড্রিম সোসাইটি। যার যেই খানে রক্তের প্রয়োজন হয় ড্রিম সোসাইটিরর মানুষ ছুটে যায় মানুষকে সহায়তার হাত বাড়াতে।তিনি আরো বলেন, সবাই তার নিজ নিজ ভাবে নিজের সাস্থের খেয়াল রাখতে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃআলামিন, জাবেদ আহমদ,আব্দুল কাশেম,দিলোয়ার হোসেন,আব্দুল কাইয়ুম,সোহেল আহমদ,হেলেনা বেগম,কাজী জসিম উদ্দিন,  আব্দুস সামাদ, সাজ্জাদ, মানিক খন্দকার, আব্দুল হাসেম,ফকির মুহাম্মদ জাবেদ আলী,আব্দুল আলীম,আব্দুল কাইয়ুম চৌধুরী, ইমন খান ও আনুয়ার বৈদেশী সহ আরো অনেকে।