ড্রীম সোসাইটি সিলেটের পক্ষ থেকে ফয়সল মাহমুদ’কে সংবর্ধনা প্রদান


গত ১৬ই ফেব্রুয়ারি উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে, সামাজিক সংঘঠন ড্রীম সোসাইটি সিলেটের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রপত‌ির পুলিশ পদক (প‌িপিএম ) সেবা পদে ভূষ‌িত হওয়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ফয়সল মাহমুদ’কে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ড্রীম সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শামীম খাঁন, সাংগঠনিক সম্পাদক কবি আনোয়ার বৈদেশি, সহ-সভাপতি আলামিন রতন, শান্তি কুঞ্জ সংগীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফকির জাবেদ আলী সহ প্রমুখ।

উল্লেখ্য, পুল‌িশ প‌েশাগত কাজ‌ের স্বীকৃত‌িস্বরূপ ২০২১ সাল‌ের বাংলাদ‌েশ পুল‌িশের সর্ব‌োচ্চ পদক রাষ্ট্রপত‌ির পুলিশ পদক (প‌িপিএম ) সেবা পদক‌ে ভূষ‌িত হন।ত‌িনি দক্ষতা, কর্তব‌্যন‌িষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণ‌ের মাধ‌্যম‌ে প্রশংসনীয় অবদান‌ের জন‌্য সম্মানজনক এই পদক অর্জন কর‌েন এবং সিলেট মহানগরের এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি এ পদক পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *