ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান, সম্পাদক পলাশ


দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিককে সভাপতি এবং বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান রাশেদ শাহরিয়ার পলাশকে সাধারণ সম্পাদক করে ‘ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার সেগুন বাগিচার একটি রেস্তোরাঁয় সংগঠনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার (ভারপ্রাপ্ত সম্পাদক জাগো নিউজ), সহ-সভাপতি আজিজুর রহমান রিপন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সিনিয়র যুগ্ম সম্পাদক শফিক শাহীন (বিশেষ প্রতিনিধি, এনটিভি), যুগ্ম সম্পাদক দুলাল হোসেন (বিশেষ প্রতিনিধি, দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (জ্যেষ্ঠ প্রতিবেদক,যমুনা টিভি), দফতর সম্পাদক গিয়াসউদ্দিন (চিফ রিপার্টার, সানবিডি), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জাকির হোসাইন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ), ক্রীড়া সম্পাদক ইবনে নূর শাওন (স্টাফ রিপোর্টার, একুশে টিভি), জনকল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল (সিনিয়র সাব এডিটর, আমাদের অর্থনীতি)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- আবু কাওসার (বিশেষ প্রতিনিধি, সমকাল), মোহাম্মদ জসিমউদ্দিন (শিফট ইন-চার্জ, দৈনিক যুগান্তর), ইমরান হোসেন সুমন (স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ), আবদুল হাই তুহিন (প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক, ডিআরইউ), কাজী ফয়সাল (ক্রাইম রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা)।

কো-অপ্ট সদস্যরা হলেন – জাকির মজুমদার, জান্নাতুল ফেরদৌস তানভী (জ্যেষ্ঠ প্রতিবেদক, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), সাঈদ আল হাসান শিমুল (দৈনিক যুগান্তর), শামসুজ্জামান নাঈম (একাত্তর টিভি) , আরেফিন শাকিল (সিনিয়র রিপোর্টার, ৭১ টেলিভিশন), ফরিদ উদ্দিন (দৈনিত জনতা), এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়) এবং মো. আলআমিন ভূঁইয়া (বাংলা টিভি)।

গত ২৮ মে অনুষ্ঠিত ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করে নতুন এ কমিটি গঠনের ঘোষণা দেন চাঁদপুরের সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।