ঢাকায় নারী উদ্যোক্তা বুটক্যাম্প


ঢাকার লালমাটিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

তিন দিনব্যাপী এ আবাসিক ক্যাম্পে অংশ নেবেন ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণী।

ক্যাম্পের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, সহজ ডট কমের উদ্যোক্তা মালিহা কাদির, মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, উদ্যোক্তা রিজওয়ানা খান, সৈয়দা নাবিলা মাহবুব, আছিয়া নীলা, শওকত হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিংবা উত্তীর্ণ যে কোনো মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও কোনো ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোনো ফি লাগবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *