ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে মার্কিন প্রবাসী পেশাজীবীদের প্রতি আহ্বান


যুক্তরাষ্ট্রে সফরকারী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদারে প্রবাসী বাংলাদেশী আমেরিকান পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান বাংলাদেশী আমেরিকান শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে শনিবার এক মত বিনিময়কালে এ আহ্বান জানান। খবর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

সভায় বক্তৃতাকালে তিনি বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

এ সময় পেশাজীবীরা ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরো জোরদার ও সহযোগিতা বাড়াতে নানা পরামর্শ দেন।
ফারুক খান নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশের আরো উন্নয়নে বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের পরামর্শ চান।

সভায় প্রতিনিধি দলটির অন্যান্য সদস্য নূরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদও বক্তব্য রাখেন।

এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে তাদের পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *