তালতলীতে সেই আ’লীগ প্রার্থীর জয়


বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তিনি ২৭ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৯১৩ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কায় ২১ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাবুল পাটোয়ারী চশমা মার্কায় পেয়েছেন ৬ হাজার ৬০১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনীন কলস মার্কায় ১৪ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নাহার সাথী ফুটবল মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট।

উপজেলার ৩০টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১৩ সালের ১১ জানুয়ারি তালতলী থানাকে উপজেলায় রূপান্তর করে গেজেট প্রকাশ করে।

উপজেলার নারী-পুরুষ মিলিয়ে ৬৮ হাজার ৭০৯ ভোট রয়েছে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো এ নির্বাচনে ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন অলিগলি উৎসবের জনপদে পরিণত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *