তাহিরপুরের জাদুকাঁটা নদীতে প্রশাসনের অভিযান 


সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাঁটা নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৮লাখ টাকার মুল্যের নৌকাসহ সেইভ মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নৌকাসহ জব্দকৃত নৌকাসহ সেইভ মেশিন জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।

জানা গেছে, সোমবার সকাল হতে উপজেলার ঘাগটিয়ার বড়টেক এলাকার পাঁকা সড়কের সম্মুখে সীমান্তনদী জাদুকাঁটায় যান্ত্রিক সেইভ মেশিনে নদী তীর কেঁটে বালু পাথর উত্তোলনে সক্রিয় ছিলএকটি সংঘবদ্ধ চক্র।

খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে নদীর তীর কাঁটা বন্ধে অভিযানে নামেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাঠের তৈরী ৮টি নৌকা,শ্যালো ইঞ্জিন,সেইভ মেশিনসহ বালু পাথর লুটের সরঞ্জামী জব্দ করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নদীতেই এসব নৌকাসহ সেইভ মেশিন গুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।