দক্ষিণ সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার


জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মঙ্গলবার দুপুর ১২টায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সৈয়দা শমসাদ বেগম, সহকারী কমিশনার পলাশ মন্ডল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশীদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, আশ্রয়ণ প্রকল্পের পিআইসি সভাপতি আজির উদ্দিন, সহকারী তফসিলদার মহসিন আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অপরদিকে দুপুর ১ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাত নগর কমিউনিটি ক্লিনিক ও দুপুর ২ টায় পশ্চিম পাগলা ইউনিয়ন ভ‚মি অফিস, বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) অফিসারের কার্যালয় পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।