দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের জন্য


বাংলা সংবাদ ডেস্ক:বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ থেকে। ওই সিরিজের জন্য স্থানীয় সময় শুক্রবার ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন । অলরাউন্ডার ড্যারিল মিচেলও প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিউইদের ওয়ানডে দলে।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে এ সিরিজে খেলবেন না। ব্যাটিং অর্ডারে তাই কপাল খুলতে পারে কনওয়ে কিংবা ইয়াংয়ের। উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম লাথাম।

প্রায় এক বছর হয়ে গেল সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড। সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল তারা গত বছর মার্চে ।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে ইয়াংয়ের। ২০১৯ বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেও চোটের কারণে তখন আলোচনার বাইরে চলে যান ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এ মৌসুমের শুরুতে টেস্ট সেঞ্চুরি পাওয়া মিচেল দলে জায়গা পেতে লড়বেন অলরাউন্ডার হিসেবে। চোটের কারণে পেসার লকি ফার্গুসন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে বিবেচনা করা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা হওয়া স্পিনার ইশ সোধিরও জায়গা হয়নি দলে।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়াং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *