ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জনাব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের সমন্বয় কমিটির ৭নং ওয়ার্ডের সহকারী সমন্বয়ক হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান।
তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাবেক উপ-দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
এদিকে দায়িত্ব পেয়ে তিনি বিভিন্ন যায়গায় প্রচারণা চালাচ্ছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফাহাদ হোসেন তপু ও সহ-সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে বুধবার প্রচারণায় অংশ নেন মুগদা থানা ছাত্রলীগের সভাপতি রতনসহ ৭নং ওয়ার্ড ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।