এইচএসসি, আলীম ও সমমানের পরীক্ষার ফলাফলে এবারও উপজেলার সেরা বিবিয়ানা ডিগ্রি কলেজ। গতবারও হাওর পাড়ের এ কলেজটি উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছিল।
বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস জানান, তার প্রতিষ্ঠান থেকে ২৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ টি জিপিএ-৫ সহ ২৬৫ জন পাশ করেছে। পাশের হার ৯৯.২৫ ভাগ।
দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস জানান ৯৯৮ জন পরীক্ষার্থীর মাঝে ৭৩০ জন কৃতকার্য হয়েছে,পাশের ৭৩.১৫ভাগ।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস জানান, তার কলেজে ১৩১জন শিক্ষার্থীর মধ্যে ৯৯জন পাশ করেছে,পাশের হার ৭৫.৫৭ ভাগ।
জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি দাস বলেন, তার কলেজে ১৪০জন পরীক্ষার্থীর মাঝে কৃতকার্য হয়েছে ৯১জন। পাশের হার ৬৫ ভাগ।