দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের অভিষেক অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্রের মিশিগানের কাবাব হাউজে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা রবিবার সংগঠনের সভাপতি সৈয়দ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদ সৈয়দ সাহেদল হক, বিয়ানীবাজর সমিতি অব মিশিগানের উপদেষ্টা, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, জগন্নাথপুর সমিতি অব মিশিগানের উপদেষ্টা বাবুল আহমদ বাচ্চু, জালালাবাদ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক আজাদ খান, হবিগঞ্জ সমিতির উপদেষ্টা আব্দুল মালেক, বিয়ানীবাজীর সমিতির নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, বালাগঞ্জের সাবেক ছাত্রনেতা তারেক আহমদ, ধর্মপাশার সাবেক ছাত্রনেতা এডভোকেট নুরুল হাসান পারভেজ সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নজমুল চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দিন, সহ-সভাপতি ইয়ান উদ্দিন, জাইক উদ্দিন, দ্বিজিত কুমার দশ, মোহাম্মদ নজরুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক সম্পাদক শামসুল হুদা পাশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমদ, পলাশ তালুকদার শানুর, সাব্বির আহমদ, অর্থ সম্পাদক অপু মিয়া, প্রচার সম্পাদক শুয়েব আহমদ, আমির হোসেন জাকির, নুরুল আমিন বদরুল, মোহাম্মদ মসুদ আহমদ, মোহাম্মদ মোমেন, আলী আশরাফ, আলী আহসান, মাজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত ও কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার পূর্বে কমিটির সকলকে স্বপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ।

বক্তারা বলেন, হাওর পারের মানুষদের জন্য কিছু করার প্রয়াসে গঠিত দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশেন এক মানব কল্যাণমূলক সংগঠন। আমরা সবারই উচিত সবাই সবার জায়গা থেকে মানব কল্যানে কাজ করা। তাদের উদ্যোগ অত্যন্ত ভালো একটি উদ্যোগ। তাদের যাত্রা যাতে শুভ হয় সেই জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করনে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী জিন্নাহ খান, শফিক আহমদ, এডভোকেট নুরুল হাসান পারভেজ।

সংগঠনের সভাপতি সৈয়দ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব অনুষ্ঠানকে সফল করার জন্য সকল ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *