নিখােঁজ হওয়ার দুই দিন পর সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে ভেসে ওঠলো লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসনুর রহমান আবীরের লাশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে নদীতে তাঁর লাশ ভেসে ওঠতে দেখতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সাড়ে ৭টার দিকে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
গত রোববার (৭জুলাই) দুপুরে বন্ধুদের সাথে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে যান। ওই সময় পাথরে পা পিছলে স্রোতের টানে ধলাই নদীতে তলিয়ে যান তিনি। এরপর ডুবুরিরা চেষ্টা চালিয়ে তাঁর সন্ধান পায়নি।
হাসানুর রহমান সিলেট নগরীর মজুমদারির বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে স্থানে আবীর নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে ৫০ গজ দূরে নদীতে আবীরের লাশ ভেসে ওঠে। লাশটি উদ্ধারের পর এখন সুরতহাল চলছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শোক: লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হাসানুর রহমান আবীরের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটি পরিবাের পক্ষে শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।