আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বে এই প্রথম দুই মায়ের গর্ভে এক সন্তান জন্মের ঘটনা ঘটল।
অর্থাৎ দুই মায়ের ডিম্বাণুর সঙ্গে এক পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এ সফলতা পেয়েছে গ্রিস ও স্পেনের চিকিৎসকদের একটি দল।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৯ এপ্রিল ওই শিশুর জন্ম হয়েছে। জন্মের সময় শিশুটির ওজন হয় ২.৯ কেজি। শিশু ও তার দুই জন্মদাত্রী সুস্থ রয়েছেন। যে পদ্ধতি অবলম্বন করে এই সন্তান জন্ম দেয়া হয়েছে তাকে বলা হয় ‘আইভিএফ’।
এ পদ্ধতি অবলম্বনে দুই নারীর এক সন্তান জন্মদান চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে।
গ্রিসে যে নারীর ওপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার বয়স ৩২ বছর। তিনি আইভিএফ-এর চারটি ব্যর্থ প্রক্রিয়া সহ্য করার পর পঞ্চমবার গর্ভধারণে সক্ষম হয়েছেন।