ডেস্ক রিপোর্ট :: দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে দ্বিতীয় রমজান অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মারকাযু ফয়জিল কুরআন ঢাকা’র ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।
এ প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের মেধাসম্পন্ন ৩২৭ জন হাফেজে কুরআন অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথম স্থান অর্জন করে এ প্রতিযোগিতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
ইতিমধ্যে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের ৯০টি দেশ তাদের প্রতিনিধির নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতার আয়োজক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম মুহাম্মাদ বুমালহা এবং ভাইস চেয়ারম্যান সায়িদ হারেব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আয়োজক কমিটি প্রতি বছর রমজানের দ্বিতীয় দশকে প্রতিযোগিতাটি শুরু করলেও এবার তা এগিয়ে দ্বিতীয় রমজান থেকে শুরু করবে বলেও জানান তারা। এবারের প্রতিযোগিতা টানা ১৪ রমজান পর্যন্ত চলবে। ১৪ রমজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটি আশা প্রকাশ করেছেন যে, এবার বিশ্বের ১০০’রও বেশি দেশের বাছাইকৃত প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটিতে থাকবেন- মিসরের ক্বারি শায়খ আব্দুল করিম ইবরাহিম সালেহ, সৌদি আরবের শায়খ আমিন ইদ্রিস ফাল্লাতা, আরব আমিরাতের শায়খ সালেম মুহাম্মাদ আল-দুবি, আলজেরিয়ার শায়খ আব্দুল হাদি লুইকাব, লিবিয়ার শায়খ ইবরাহিম মুহাম্মাদ কাশিদান এবং বুর্কিনাফাসোর শায়খ মায়ানি আল-শাইখ হাসান গানাসুরি।
হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’র ছাত্র। এ মাদরাসা থেকেই সে হিফজ সম্পন্ন করেছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে হাফেজ মুয়াজের প্রতি রইলো শুভকামনা…