শুক্রবার (৬ মে) যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে “দেশি মাসালা” এর গ্রান্ড ওপেনিং হতে যাচ্ছে।
বেস্ট পানি পুরি ইন টাউন শ্লোগান নিয়ে চালু হতে যাওয়া “দেশি মাসালা” এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শেখর দেব জয় বাংলা সংবাদকে জানান, “আমরা মিশিগানের খাদ্য রসিকদের জন্য সুস্বাদু খাবারের আইটেম দিয়ে মেনু সাজিয়েছি। আমাদের সাথে আছেন দক্ষ শেফ ও প্রশিক্ষিত লোকবল। টাটকা খাবার পরিবেশনের মাধ্যমে মিশিগান বাসীদের ভোজনে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”