দেশের যে জায়গায় যেমন গরম


ডেস্ক রিপোর্ট :: গরমে অতিষ্ঠ নগর জীবন। বৃষ্টির জন্য হাহাকার সারাদেশেই। তবে সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে উত্তাপ সবচেয়ে কম। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অফিসের ওয়েবসাইট থেকে জানা যায়, রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫, রংপুরে ৪১.৪, মংমনসিংহে ৩৩.৮, সিলেটে ৩৪.৪, খুলনায় ৪১.৪ ও বরিশালে ৩৬.৬ ডিগ্রী সেলসিয়াস।

শিগগিরই তাপমাত্রা কিছুটা সহনশীল হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।