উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে যা বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে। তার পরবর্তী ৫ দিনে, অর্থাৎ আগামী ৭ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের সোমবার রাত এবং মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশে সোমবার তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় মঙ্গলবার সূর্য উঠবে ভোর ৬টা ০৭ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।