ডেস্ক রিপোর্ট :: মুরগি খেতে ভালোবাসেন? মুরগি ছাড়া যেন চলেই না! মুরগি খেয়ে কয়দিন থাকতে পারবেন? এক সপ্তাহ, দুই সপ্তাহ বা খুব বেশি একমাসই ধরা যাক!
তবে আপনার চেয়েও ব্যতিক্রমী এক মানুষকে পাওয়া গেছে। যিনি ৪৫০ দিন ধরে শুধুই মুরগি খেয়েই বেঁচে আছেন।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ১ লাখ ৩৭ হাজার মুরগি খেয়েছেন। শুধু খেলেই হবে না, মানুষকে দেখাতেও তো হবে! তাই রোজ তিনি মুরগির ডিশের ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন।
কুয়ে পেং নামে এই ব্যক্তির ইন্সটাগ্রামে ১১ হাজারের বেশি মানুষ রয়েছেন যারা তাকে অনুসরণ করেন। নিজেকে ‘জি ফ্যান ফ্যান’ মানে মুরগি রাইস ভক্ত বলেই পরিচয় দেন তিনি।
সব মিলিয়ে ২ হাজার ডলারের মুরগি খেয়েছেন তিনি। মুরগির প্রতি তার প্রেম এতই গভীর যে প্রতিদিন মুরগি খাওয়ার অভ্যাসের বর্ষপূর্তিতে তিনি একটি বিশেষ ‘চিকেন বার্থডে’ উদযাপন করেছেন।