দোয়া চাই


নাঈম চৌধরী :: অত্র এলাকার কৃতি সন্তান সিলেট জেলার দক্ষিন সুমার অর্ন্তরগত ৬নং লালাবাজার শাহ সিকন্দার নিবাসী আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মো: দেলওয়ার আহমদ চৌধুরী অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজ সেবক ও ন্যায় পরায়ন লোক ছিলেন । তাহার মহত উদ্যোগে অত্র লালাবাজার এলাকার অনেকে উচ্চ শিক্ষা সহ সবাঈন সহযোগিতা পেয়েছে । তিনি ১৯৮৮ সাল থেকে ছোট ঘর থেকে বড় প্রতিষ্টানের রূপ দিয়েছেন। উনার প্রতিষ্টানের হযরত আয়েশা সিদ্দ্কিা (র:) উচ্চ বিদ্যালয় থেকে অনেক মানুষ শিক্ষা অর্জন করে । সেখান থেকে অনেক মানুষ অনেক উচ্চ স্থানে পৌছেছে । আমি নাঈম চৌধরী উনার মত ত্যাগি চাচা পেয়ে ধন্য । উনার নিরলস পরিশ্রম আল্লাহ তায়ালা কবুল করুক এবং আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করেন সে কামনা করি, আমিন। আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি ।