ধর্ষণের প্রতিবাদে মিশিগানে বাংলাদেশীদের মানববন্ধন


সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বর্রোচিত তরুণী ধর্ষণ সহ বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোরবার বিকাল ৫ টার দিকে বাংলা টাউন খ্যাত হেমট্রামিক সিটির কর্ণান্টে এক ঘন্টার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানকার ক্ষুদ্ধ সচেতন বাংলাদেশী প্রবাসীদের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্লেকার্ড-পেস্টুন হাতে রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন তারা। বাংলাদেশি প্রবাসী কেউ কেউ চলন্তগাড়ি আটকিয়ে হাতনেড়ে মানববন্ধনে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউটিউবার একটিভিটিস লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন প্রবাসী সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। এ সময় বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভুত কাউন্সিলম্যান মো.কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসূফ কামাল, বিশিষ্ট প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের সহ আহবায়ক মোহাম্মদ মঈনুল হক, সমাজকর্মী মিসবাউর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও খাগরাছড়ির ধর্ষণের ঘটনা আমাদের মারাত্নক মর্মাহত করেছে। মানবিক এই বিপর্যয়ে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্তক্রমে সুবিচার চাই। সরকার দ্রুত বিচার কার্যক্রম চালু করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণে নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে ভবিষ্যতে ঐতিহ্যবাহি ক্যাম্পাসকে নিরাপদ রাখার দাবি জানান। বর্রোচিত ঘটনার বিরুদ্ধে সিলেটের মেয়র আরিফুল হকের ভূমিকা সহ খুব দ্রুততার সঙ্গে ৪ জন ধর্ষককে গ্রেফতার করায় আইন শৃংখলাবাহিনীর সদস্যদের প্রশংসা করেন বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *