চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে মিঠুন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ মিঠুন জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকার তেররশিয়া গ্রামের মো. এখলেসের ছেলে।সে পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে মাছধরার নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয়। মিঠুনের পিতা এখলেস জানান, বেলা ১১টার দিকে মিঠুনসহ ৪ জন পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নৌকা থেকে তারা নদীতে জাল ফেলার সময় জালের সাথে ৪ জন পড়ে গেলে মিঠুনের ৩ সহযোগী সাঁতারে নৌকায় উঠতে পারলেও মিঠুন নদীতে তলিয়ে যায়। নিখোঁজ মিঠুনের সন্ধান চালাচ্ছে স্থানীয়রা। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।