যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের নতুন ক্যাবিনেটে মিশিগানের একাধিক ডেমোক্রেটিক দলের নেতার থাকার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
মিশিগানের ডেমোক্রেটিক পার্টি ও জনগণ প্রেসিডেন্ট নির্বাচনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাতে রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন বাইডেনের প্রশাসনের অংশ হিসাবে মিশিগানের একাধিক ব্যক্তিকে ক্যাবিনেটে স্থান দিবেন।
মিশিগানের একাধিক ডেমোক্রেট নেতার নাম বাইডেনের সম্ভাব্য ক্যাবিনেটে আছে বলে ইতিমধ্যে পত্র পত্রিকায় খবর বেরিয়েছে।
সেক্রেটারী অব লেবার পদে মিশিগানের ইউএস রিপ্রেজেনটেটিভ অ্যান্ডি লেভিন একজন শক্ত প্রার্থী, তার প্রতি ইউনাইটেড অটো ওয়ার্কার্স ও এবং কমউনিকেশনস ওয়ার্কার্স ইউনিয়নগুলির সমর্থন রয়েছে। তিনি একজন প্রবীন রাজনীতিবিদ এবং এটর্নি। কমিটি অন এডুকেশান এন্ড লেবার এর ভাইস চেয়ারম্যান।
বাইডেনের নতুন প্রশাসনে সিআইএ ডাইরেক্টর পদে মিশিগানের ইউ এস রিপ্রেজেনটেটিভ এলিসা স্লটকিনের নাম বিবেচনায় রয়েছে বলে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি ছিলেন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা, তিনি প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং ওবামা প্রশাসনে কাজ করেছেন।
বর্তমানে তিনি হোমল্যান্ড সিকিউরিটি এবং আর্মড সার্ভিস কমিটিতে আছেন, দুটি সংস্থার জন্য তিনি গোয়েন্দা সাব কমিটিতে কাজ করেন। গত ৩ নভেম্বরের নির্বাচনে তিনি মিশিগানের অষ্টম কংগ্রেশনাল ডিষ্ট্রিক্টের ইউ এস রিপ্রেজেনটেটিভ পদে জয়লাভ করেন। গত শুক্রবারে প্রকাশিত ‘নিউইয়র্ক টাইমসে’র এক প্রতিবেদন থেকে জানা যায় বাইডেনের নতুন প্রশাসনে সিআইএ ডাইরেক্টর পদে এলিসা স্লটকিনের নাম বিবেচনাধীন রয়েছে।
ডেট্রয়েট ফ্রি প্রেস সুত্রে জানা গেছে, এলিসা স্লটকিন সিআইএ অফিসার হিসাবে তিনবার ইরাক পরিদর্শন করেন, তিনি ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্স ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং পেন্টাগনে ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসাবেও কাজ করেছেন।
এলিসা স্লটকিনের নাম বিবেচনায় রয়েছে’ এ খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে স্লটকিনের মুখপাত্র হান্না লিন্ডো সংবাদ মাধ্যমকে বলেন, স্লটকিন সিআইএ’র নেতৃত্ব দেয়ার জন্য জাতীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি তার নাম রাখার প্রশংসা করেছেন, তিনি আরো বলেন, মিশিগানের অষ্টম কংগ্রেশনাল ডিষ্ট্রিক্টের ইউ এস রিপ্রেজেনটেটিভ পদে তাকে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেয়ার জন্য তিনি সন্মানিত বোধ করছেন।