আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ১০ সরকারি সেনা নিহত হয়েছেন।
শনিবার নিজস্ব বার্তা সংস্থা আমাকে এমনটাই দাবি করেছে গোষ্ঠীটি।
গেল শুক্রবার নাইজেরিয়ার বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়। একদিন পরে হামলার দায় স্বীকার করেছে আইএস।
রয়টার্স জানিয়েছে, এরইমধ্যে নাইজেরিয়া তিনটি সূত্র এই দাবির সত্যতা নিশ্চিত করেছে।
নাইজেরিয়ায় সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৬ সালের আগ পর্যন্ত আইএসও তাদের সঙ্গে একত্রিত ছিলো। এরপর তারা আলাদা হয়ে পড়ে। বিগত কয়েকমাসে দুই গোষ্ঠীই দেশটিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।