নিজস্ব ভবন ক্রয় ও সমিতির কার্যক্রম যুক্তরাষ্ট্রেজুড়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার আজমল-বাবুল পরিষদের


বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, ইনক, মিশিগান-এর নির্বাচন ২০২১ আগামী ১০ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার যেসব বাসিন্দা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করেন তাদের কল্যাণের জন্যই এ সমিতি গঠিত হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আজমল-বাবুল পরিষদ।

আজমল-বাবুল পরিষদের ব্যানারে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন যথাক্রমে মোঃ আজমল হোসেন বাবুল এবং বাছির আহমদ (বাবুল)।

আজমল-বাবুল পরিষদের পক্ষ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুহেল আমিন, সহ-সাধারণ সম্পাদক পদে এহিয়া হক, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক পদে মারজান হোসেন, প্রচার সম্পাদক পদে দেলোওয়ার হোসেন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুল মুহিত চৌধুরী, ক্রীড়া সম্পাদক পদে সোলেমান আহমদ এবং ধর্ম ও আইন সম্পাদক পদে হুসাইন আহমদ তারেক।

আর ছয়টি সদস্য পদের জন্য এ পরিষদ আব্বাছ উদ্দিন মিয়া, জামাল চৌধুরী (বুলবুল), কবির আহমদ লিলু, মহিউল ইসলাম, ছাব্বির আহমদ ও শহীদুজ জামান হুসেইনকে প্রার্থী করেছে আজমল-বাবুল পরিষদ।

আজমল-বাবুল পরিষদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় অঙ্গীকার করেছে, তারা নির্বাচিত হলে সমিতির জন্য একটি ভবন উপহার দেবে। আর সমিতির কার্যক্রম মিশিগানে সীমাবদ্ধ না রেখে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের সমিতির সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের বিয়ানীবাজারের দুস্থ ও অসহায় মানুষের সেবা করার অঙ্গীকারও রয়েছে এ পরিষদের ইশতেহারে।

এ ছাড়া মিশিগানে বিয়ানীবাজার সমিতির গোরস্থানের জায়গা দ্বিগুণ করা, গোরস্থানের আয়-ব্যয়ের পৃথক হিসাব রাখা, সমিতির সংবিধান মেনে চলা, সাধারণ সভায় আলোচনার মাধ্যমে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অঙ্গীকার করেছে আজমল-বাবুল পরিষদ।

নতুন প্রজন্মকে সমিতির সাথে সম্পৃক্ত করে উচ্চশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং দলমত নির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবার সমন্বয়ে বিয়ানীবাজার সমিতিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আজমল-বাবুল পরিষদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *