নিজ মাঠে ফের হোঁচট পিএসজির


ক্রীড়া ডেস্ক :: লিগ ওয়ানে পিএসজিকে রুখে দিলো স্ত্রাসবুর। প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে পিএসজি। তাতে হারের শঙ্কায় পড়ে যাওয়া টমাস টুখেলের দল শেষ দিকের গোলে কোনোমতে হার এড়ায়।

পিএসজির মাঠে লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ডিসেম্বরে লিগের প্রথম পর্বে স্ত্রাসবুরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে ছোট ডি-বক্সের মুখে বল বাড়ান ফরাসি ডিফেন্ডার কলিন ডাগবা। আর প্লেসিং শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ২৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে অতিথিদের সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দা কস্তা।

আর ৩৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার অঁতনির দূরপাল্লার শটে এগিয়ে যায় স্ত্রাসবুর। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা পিএসজি ৭০তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। দানি আলভেসের বাইসাইকেল কিক ক্রসবারে বাধা পায়।

অবশেষে ৮২তম মিনিটে সমতায় ফেরে শিরোপাধারীরা। স্বদেশি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার টিলো কেরার।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস কাছ থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করলে আসরে তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।