‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো ‘, ‘দেশ আমাদের, দায়িত্ব আমাদের’, ‘গাড়ি চালানোর সময় হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার করবেন না’, ‘দখলমুক্ত ফুটপাত চাই, নিরাপদে হাটতে চাই’ ইত্যাদি নানা সচেতনতা মূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার সকালে সিলেটের সুবিদ বাজারে রাস্তায় দাঁড়িয়েছিল আনন্দনিকেতনের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী।
নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে তারা এই ককর্মসূচির আয়োজন করর। এতে ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসীও যোগ দেন। মানববন্ধনটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। এসময় শিক্ষার্থীরা রাস্তাদিয়ে হেঁটে চলা অনেক পথচারীকে ফুটপাত ধরে হাঁটার জন্য অনুরোধ করে। স্কুলের চারটি হাউজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেফার হাউজ কেপ্টেন জুবেদা হান্নান চৌধুরী বলেন, আমরা নিজেরা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক বিপত্তিতে পড়ি। ফুটপাত দিয়ে চলতে গেলেও দেখা যায় মটর সাইকেল এসে উপরে উঠে যায়। এটা খুবই দু:খজনক। এভাবে চলতে পারে না।
তাই পথচারী, চালক সবাইকে সচেতন করতে এবং নিজেদের সচেতনতাও বাড়ানোর জন্য আমরা এই কর্মসূচি পালন করেছি।’ বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস বলেন, ‘ ছাত্রছাত্রীরা গতবছরও বিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে নিরাপদ সড়ক সপ্তাহ পালন করেছে। এবার তারা বাইরে এই আয়োজন করেছে। আমরা ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করি। এই মানববন্ধনের ফলে একজন মানুষও যদি সচেতন হন, একটি দুর্ঘটনাও যদি কমে আমরা এই প্রচেষ্টাকে সার্থক মনে করব।’ এ সময় বিদ্যালয়ের অভিভাবক ব্যাংক কর্মকর্তা রেজাউর রহমান বলেন, ‘এদেশে সড়ক দুর্ঘটনায় শুধু সাধারণ পথচারী নয় অনেক শিক্ষার্থীরও প্রাণ গেছে। আমরা সবাই সচেতন হলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। নিরাপদ সড়কের দাবিতে শতশত শিক্ষার্থী এভাবে হাতে হাত ধরে রাস্তায় দাঁড়িয়েছে এটি চমৎকার বিষয়। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’ এসময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পারভিন সাকিবা, জামিলা জেসমিন জেসি, রাহেলা চৌধুরী তুলি, রূপক কান্তি দত্ত, মোঃ সরওয়ার খান, রিপন সরকার, নন্দিতা দত্ত, নীতা রায়, মেহজাবিন জোহরা , জিয়ারীন চৌধুরী, জয়জয়ন্তী দত্ত, তীবা চৌধুরী প্রমুখ।