নির্বাচনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিলেন কামাল রহমান


গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘বাংলা টাউন’ খ্যাত হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ৮৪৯ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়েন বাংলাদেশি আমেরিকান প্রার্থী এ এস এম কামাল রহমান।

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সক্রিয় কামাল রহমান বাংলা সংবাদের সাথে আলাপকালে নির্বাচনে তার সাথে থাকার জন্য হ্যামট্রামিক শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাইরে যারা আছে সকলকে ধন্যবাদ জানান।

কামাল রহমান আরো বলেন, “কমিউনিটির উন্নয়নে নির্বাচনে বিজয়ীদের সাথে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

প্রাইমারি নির্বাচনে মেয়র পদে কামাল রহমান ছাড়াও আরো তিনজন বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান পদে প্রতিযোগিতা করেন। তাদের মধ্যে মুহিত মাহমুদ ১ হাজার ১২১ ভোট এবং আবু আহমেদ মুসা ৯৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য দিকে আরমানি আসাদ ৫৪৩ ভোট পেয়ে পিছিয়ে পড়েন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *