বাংলা সংবাদ ডেস্ক: পুনঃনির্মাণ কাজের জন্য মিশিগানের হলব্রুক এভিনিউ এবং গালাঘের স্ট্রীট সাময়িক বন্ধ রাখার একটি বিজ্ঞপ্তি হেনিসেই ইঞ্জিনিয়ার্স সম্প্রতি প্রকাশ করেছে। নির্মাণ কাজ সোমবার, ৮ ই এপ্রিল ২০১৯ তারিখ থেকে শুরু শুরু করা হয়েছে। কাজ চলাকালীন সময় বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেয়া হয় বিজ্ঞপ্তিতে। এসময় সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে আরোও জানানো হয়।
হলব্রুক এভিনিউ এর নির্মাণ কাজ শেষ হলে অতিরিক্ত ঘোষণার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
প্রকল্প চলাকালীন সময় যদি কোন প্রশ্ন বা তথ্য জানার থাকে তবে হেনিসেই ইঞ্জিনিয়ার্স এর পরিদর্শক কেভিন হাভাটির সাথে প্রদত্ত ৭৩৪-৩৪১-৩২৩১ অথবা কনস্ট্রাকশন ম্যানেজার , চার্লস স্মিথ এর সাথে ৭৩৪-৩৬৫-৩৫৫৩ নাম্বারে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।