নুসরাত হত্যায় আরো দুই জনের রিমান্ড


ডেস্ক রিপোর্ট :: ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় আরো দুইজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফউদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী জানান, অধ্যক্ষের শালিকার মেয়ে উম্মে সুলতানা পপি ও মাদরাসাছাত্র জোবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান,  নুসরাত হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া নুর হোসেন, কেফায়াত উল্লাহ, মোহাম্মদ আলাউদ্দিন, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রভাষক আবছার উদ্দিনের পাঁচ দিন করে মঞ্জুর করে আদালত।

অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করায় ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে  হত্যার চেষ্টা চালায় একদল মুখোশধারী। এ ঘটনায় অধ্যক্ষসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের ভাই।