ক্রীড়া ডেস্ক :: লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর যেনো খেলাই ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেইর খেলোয়াড়রা। দুর্বল কিংবা শক্তিশালী- কোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয় তুলে নিতে পারছে না তারা। তাই তো সবশেষ ৬ ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে।
দলের এমন অবস্থায় পিএসজির জয়বঞ্চিত থাকা সবশেষ ম্যাচটি শনিবার রাতে। ঘরের মাঠে নিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে থমাস টুখেলের দল। পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেছেন নেইমার।
গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে নিসের মাঠ থেকে নেইমারের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়েই ফিরেছিল টমাস টুখেলের দল। আশা ছিলো ঘরের মাঠেও গোল উৎসব করবেন নেইমার-কাভানিরা।
কিন্তু কিসের কি! ম্যাচের পুরো প্রথমার্ধে পরিসংখ্যানগতভাবে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থাকলেও কাজের কাজ গোলটি করতে পারেনি পিএসজি।
উল্টো দ্বিতীয়ার্ধে ফিরেই ৪৬তম মিনিটে পিএসজিকে হতবাক করে দিয়ে নিসের পক্ষে গোল করেন ক্যামেরুনের খেলোয়াড় ইগ্নাতিয়াস গানাগো।
তবে খানিক পরেই ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন অ্যাঞ্জেল ডি মারিয়া। পেনাল্টি পায় পিএসজি। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান নেইমার।
পিএসজি পেনাল্টি পেয়েছিল আরও একটি। ম্যাচের ৮৮তম মিনিটে দান্তেকে ডি-বক্সের মধ্যে ফাউল করা হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু এডিনসন কাভানি গোল করতে ব্যর্থ হলে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।