ন্যায্যমূল্যে ধান কেনার দাবি কৃষকের সন্তানদের


সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনাসহ ৮ দফা দাবি জানিয়েছে আমরা কৃষকের সন্তান নামে একটি সংগঠন।

শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বীজ, সার, শ্রমিকের খরচ, সেচ, কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার খরচ মিটিয়ে ধানের উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছেন। মজুতদার দালাল ও মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য দেয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে কৃষকরা এখন হতাশ। ধানের বর্তমান বাজার মূল্যে যেন কৃষকের মাথায় হাত।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেজে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে : অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে; দালাল ও মজুতকারীদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিতে হবে; নভেম্বর মাসে সহজ শর্তে কৃষকদের কৃষি ঋণ দিতে হবে; অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে; হাওর, উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, জলমহলসহ জাতীয় কৃষিনীতি প্রণয়ন করতে হবে; অপরিকল্পিতভাবে চাল আমদানি-রফতানি বন্ধ করতে হবে; কৃষি বিপনন অধিদফতরকে ঢেলে সাজাতে হবে এবং কৃষিতে ভর্তুকির বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে।

আয়োজক সংগঠনের সমন্বয়ক উৎপল বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আমরা কৃষকের সন্তান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।