নড়াইলে ৪ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত


নড়াইলে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের ৪ জন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

২২ এপ্রিল (বুধবার) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় বর্তমানে জেলাটিতে এই ৫ জনেরই করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ৬৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ৬৪টি ফলাফল পাওয়া গেছে। পরীক্ষাকৃত নমুনার মধ্যে ৬ জনের পজেটিভ এবং ৫৮ জনের নেগেটিভ এসেছে। তবে পজেটিভ ৬ জনের পুনরায় পরীক্ষা করা হলে একজনের নেগেটিভ আসে। বাকী পাঁচজনের পজেটিভ ফল পাওয়া যায়। এই পাঁচজনই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী।

জেলার সিভিল সার্জন ডা.আব্দুল মোমেন বলেন, চিকিৎসকসহ ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে যার যার বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া লোহাগড়া লকডাউন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *