পরমাণু সহযোগিতা করতে চায় ইরান


ইরান পরমাণু ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। রোববার ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ তথ্য জানিয়েছেন।

গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেন তিনি। সালেহি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু প্রযুক্তি ব্যবহার করা হলে এক হাজার মেগাওয়াট বিদ্যুত প্রতি গড়ে ৭০ লাখ টন গ্রিন হাউস গ্যাস নির্গমন কমবে।

বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী আট বছরে ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াটে নিয়ে যাবে।

আলী আকবর সালেহি বলেন, যেসব দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে সই করেছে ও কয়েক বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে তাদের জন্য পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে একটি ভালো সমাধান। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় দুই হাজার ইরানি বিশেষজ্ঞ কাজ করছেন বলে তিনি জানান। পার্সট্যুডে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *