নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৩ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬১৬ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ দূষণের দায়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে রূপসী ডায়িং ও কারখানাকে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা, মেসার্স জি এম ডায়িং স্কিন প্রিন্ট কারখানাকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং কারখানাকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা ও বোম্বে ডায়িংকে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালক রুবিনা ফেরদৌসী ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ পল্লী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তা, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে সহযোগিতা করেছেন।