পরীক্ষা কমিয়ে ক্লাস মূল্যায়ন বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী


শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে ক্লাস মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, মানসম্মত শিক্ষার জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি, যাতে শিক্ষার্থীর পরীক্ষার চাপ কমানো যায় এবং শিক্ষাকে আনন্দময় করে তোলা যায়।

বুধবার সকালে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বই উৎসব-২০২০’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শুধু জিপিএ ফাইভের পেছনে না দৌড়ে মানুষ হওয়ার জন্য আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘শুধু জিপিএ ফাইভের পেছনে যাব না। আমি পড়ব, আমি শিখব, আমি চেষ্টা করব। জিপিএ-ফাইভ ছাড়া আর কোনো কাজ করব না, কোনো কর্মকাণ্ডে অংশ নেব না, এরকম করা যাবে না। পরিপূর্ণ মানুষ হওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, যে যে কাজই করো না কেন, যাই থাকুক না কেন, মানুষ হবে মানুষের মতো। বিশ্ব নাগরিক হতে গেলে কাজ করতে হবে। শুধু পরীক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা করাতে চাই না, শিক্ষা অর্জন করে মেধা-মনন বিকাশ করে আদর্শ মানুষ করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে আমরা ক্লাস মূল্যায়ন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ক্লাস শিক্ষকদের মাধ্যমে এসব মূল্যায়ন করা হবে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা থেকে নিজেদের দূরে রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম বলেন, ‘জীবনে মানুষ হতে হবে, অঙ্গীকার থাকতে হবে। জিপিএ ফাইভের চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। বইয়ের কনসেপ্ট বুঝে পড়তে হবে। জীবনে কোনো পেশায় ছোট নয়। সব পেশাকে সম্মান করতে হবে। জীবনে অনেক কিছু করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *