পলাশ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর, গজারিয়া, চরণগর্দীসহ পলাশের কয়েকটি বাজারে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ও
পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এসময় সরকারী আইন অমান্য করায় ৬ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহিন।
অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, সরকারি আইন অমান্য করায় উপজেলার কয়েকটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত ও সকলকে ঘরে থাকার অনুরোধ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *