যুক্তরাষ্ট্রের পশ্চিম মিশিগানের জেলা স্কুল কোভিড-১৯ এবং অসুস্থতার জন্য শিক্ষক ও কর্মচারীদের অনুপস্থিতির কারণে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
পশ্চিম মিশিগানের নিউএগো কাউন্টির গ্র্যান্ড র্যাপিডস থেকে প্রায় ৪০ মাইল উত্তরের নিউএগো জেলাটির স্কুলে প্রায় ১,৫০০ শিক্ষার্থী রয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক ও কর্মচারীদের অনুপস্থিতিতে সৃষ্ট জনবলের শূন্যতা পূরণে তাদের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই।
তবে আগামী ১৬ নভেম্বরের পর স্কুল খোলার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আপদকালীন বন্ধ থাকা এই দিনগুলিকে তুষার দিন হিসাবে গণ্য করা হবে।