পাওনাদারকে ছেলেধরা সাজিয়ে পিটিয়ে হত্যা


পাওনা টাকা আনতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ভারতের এক কৃষক। আহত হয়েছেন সঙ্গে থাকা আরও পাঁচজন। তাদের সবাইকে ছেলেধরা গুজব ছড়িয়ে ব্যাপক মারধর করা হয়। গত বুধবার মধ্য প্রদেশের ধর জেলায় এই নির্মম ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম গনেশ খাছি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, কাজের আগাম মজুরি হিসেবে খিরকিয়া গ্রামের তিন শ্রমিক কন্ট্রাক্টরকে আড়াই লাখ রুপি দিয়েছিলেন গণেশ। কিন্তু তারা কথামতো শ্রমিক দিতে পারেনি ওই কন্ট্রাক্টররা। পরে তারা এক লাখ রুপি ফেরত দেন।

বুধবার বাকি টাকা আনতে গিয়েছিলেন গণেশ ও তার সঙ্গীরা। কিন্তু সেখানে পৌঁছালে টাকা না দিয়ে উল্টো তাদের ওপর হামলা চালায় কিছু লোক। প্রাণ বাঁচাতে দ্রুত গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করেন তারা। কিন্তু কপাল মন্দ! প্রায় ২০ কিলোমিটার আসার পর যানজটে পড়লে তাদের ধরে ফেলে হামলাকারীরা। তারা গণেশ ও তার সঙ্গীদের গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করতে থাকে। এসময় হামলাকারীরা ছেলেধরা গুজব ছড়িয়ে দিলে স্থানীয়রাও যোগ দেয় তাদের সঙ্গে।

লাঠিসোটা দিয়ে নির্মমভাবে মারধর করা হয় ওই ছয়জনকে। এমনকি বিশাল পাথর খণ্ড তুলেও মারতে দেখা গেছে একজনকে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন। তবে এত মানুষের সঙ্গে পেরে ওঠেননি তিনি।

পুলিশ কর্মকর্তা আদিত্য প্রতাপ সিং বলেন, খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আহতদের মানোয়ার হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর অবস্থার একজন ইন্দোর নেয়ার পথে মারা যান।

এমন অমানবিক ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেছেন, এ ঘটনা মানবিকতার জন্য লজ্জাজনক। এগুলো মেনে নেওয়া হবে না। ইতোমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *