পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন


আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। এসময় প্রধানমন্ত্রী ইমরান খান কার্যালয়ে তার কক্ষে একটি বৈঠক করছিলেন।

তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কর্মকর্তা বলেছেন, ভবনের একটি বাথরুম থেকে আগুনের সূত্রপাত হয়।

অপর এক মুখপাত্র বলেছেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। পরে অগ্নি-নির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

পাক প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আগুন লাগার পরপরই ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা হয়। ভবনের সবকিছু অরক্ষিত আছে। ভবনের ভেতরে প্রধানমন্ত্রী ইমরান খান যখন বৈঠক করছিলেন, তখন অগ্নিকাণ্ড শুরু হয়।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভি এক প্রতিবেদনে বলছে, আগুন লাগার খবর পাওয়ার পরও ইমরান খান বৈঠক ছেড়ে উঠেননি। প্রথমে অন্যান্যদের বের করে তারপর নিজে সেখান থেকে বের হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *