ক্রীড়া ডেস্ক :: সাড়ে ৮ কোটি রুপির বরুনের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই গুনেছিলেন ২৫ রান। ফলে সবাইকে চমকে দেয়ার পরিকল্পনাটা সে অর্থে কাজে লাগেনি পাঞ্জাবের। তাই এবার প্ল্যান বি নিয়ে এগুচ্ছে প্রীতি জিনতার দল। এবার তাদের চোখ আইসল্যান্ডের রহস্য স্পিনার কাট জনসনের দিকে।
সোমবার দুপুরে পাঞ্জাবের অনুশীলনে যোগ দিয়েছেন কাট। নেটে বেশ কয়েকটি ট্রায়ালের পর কাটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই আইপিএল অভিষেক হয়ে যেতে পারে তার।
আর এমনটা হলে আইসল্যান্ড থেকে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার গৌরব অর্জন করবেন কাট। এমন মুহূর্তে রোমাঞ্চিত কাট সংবাদমাধ্যমে বলেন, ‘এটা অবিশ্বাস্য! আমার কম্পিউটারে আইপিএল দেখা থেকে এখন প্রথম নর্দিক ক্রিকেটার হিসেবে মাঠে খেলা। এটা আমার সুদূরতম স্বপ্নগুলোর একটি। আমি প্রস্তুত, অপেক্ষার তর সইছে না।’
দলের সঙ্গে যোগ দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাট লিখেন, ‘আমরা এখন সিংহের দল। আমি আজকের একাদশে খেলবো কি-না নিশ্চিত বলতে পারছি না। তবে আমি এত দূর নিশ্চয়ই বাটার চিকেন খেতে আসিনি।’
নিজেদের শিবিরে কাটের আগমনী বার্তা জানিয়ে কিংস এলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ টুইট বার্তায় লিখেছে, ‘কাট চলে এসেছে। আইসল্যান্ডের এই রহস্য স্পিনার এরই মধ্যে প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন এবং দলের সঙ্গে অনুশীলনও করছেন।’
এদিকে কাটের অন্তর্ভুক্তির ব্যাপারে পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন বলেন, ‘এটাই তো আইপিএলের বিশেষত্ব। এটাই প্রমাণ করে যে ক্রিকেট আসলেই বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা যার কোনো সীমা নেই। আইসল্যান্ড থেকে একজন ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।’
মূলত ইউরোপ অঞ্চলে নিজের বিশেষ এক ডেলিভারির মাধ্যমেই সবাইকে চমকে দিচ্ছেন কাট জনসন। যে ডেলিভারিটির নাম দেয়া হয়েছে ‘ফিফ্লিও’।
এ ফিফ্লিও ডেলিভারির বিশেষত্ব হলো এটা মূলত এক ধরনের ব্যাক স্পিন ডেলিভারি। বল ছাড়ার আঙুলগুলো বলের নিচে চলে যায় এবং পিচ করার সময় গতি প্রায় অর্ধেক হয়ে যায়। ফলে গতি তারতম্যের কারণে ব্যাটসম্যান টাইমিং করা দূরহ হয়ে পড়ে। অনেকটা পেসার ‘নাকল’ বলের মত।’
আজ রাত বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায় দিল্লি ক্যাপিট্যালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। সে ম্যাচের একাদশে কাট জনসনকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।