পাহাড়-টিলা না কাটার আহ্বান পরিবেশ মন্ত্রীর


পাহাড়-টিলা না কাটার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘পাহাড় ও টিলা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলো কাটলে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে বিনষ্ট হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় টিলা কাটা বন্ধ করতে হবে।’

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি করে গাছ লাগানোরও আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আরও ২৫ শতাংশ গাছ লাগালে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব হবে। তাই সকলকে পাহাড় ও টিলা রক্ষায় কাজ করতে হবে। যাতে কেউ পাহাড় ও টিলার গাছ কাটতে না পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।’

মন্ত্রী শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কাজটি বাস্তবায়ন করে। এতে ৮৯ লাখ ১ হাজার ১৯৪ টাকা সরকারের ব্যয় হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন।

মন্ত্রী আরও বলেন, ‘শুধু নতুন ভবন নির্মাণ করলে হবে না। ছেলে মেয়েদের পড়ালেখা করতে হবে। শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অভিভাবক ও কমিটির লোকজনকেও সচেতন হতে হবে। কমিটির লোকজন নিয়মিত তদারকি করলে স্কুলের লেখাপড়ার মান ভালো হয়ে যাবে। লেখাপড়ার মান উন্নত করার দরকার। শুধু স্কুলে লেখাপড়া হচ্ছে। শতভাগ পাশ হয়ে গেছে। এতে আমরা সন্তুষ্ট নই।’

অনুষ্ঠানে শিক্ষক রুহেল আহমদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।