পিকেকের হামলায় নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক :: কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির(পিকেকে) সঙ্গে সংঘর্ষের ঘটনায় তুরস্কের চার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরো ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার ইরাকি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক তথ্যে জানিয়েছে।

স্থানীয় এক সংবাদ সংস্থা জানায়, হাক্কারি প্রদেশের পাহাড়ি কুখুরকা জেলায় একটি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়। পরবর্তীতে তুর্কি সেনাবাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালায়।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অভিযানে তুরস্ক-ইরাক সীমান্তে দুই সেনা নিহত হয়েছেন। যদিও তাদের বাঁচাতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছিল।

তবে এরপরও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা অব্যাহত রয়েছে। ১৯৮৪ সাল থেকে দক্ষিণপূর্ব কুর্দিশ এলাকায় স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে পিকেকে বিদ্রোহীরা।

প্রসঙ্গত, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *