গত ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে পিপিপি ক্ষমাযোগ্য ঋণের দ্বিতীয় রাউন্ড। সেই সুযোগ শেষ হবে খুবই দ্রুত। তাই দেরি না করে আজই আবেদন করুন।
কারা আবেদন করতে পারবেন?
যেকোন ছোট ব্যবসায়ী, যাদের ১ থেকে ৫০০ জন এর নিচে কর্মচারী রয়েছেন।
যেকোন নন-প্রফিট অর্গানাইজেশন, কমিউনিটি অর্গানাইজেশন ৫০১(সি ৩) অথবা ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ-মন্দির যাদের ৫০১ সি ৩ স্ট্যাটাস আছে) ।
একমাত্র স্বত্বাধিকারী ব্যবসা (সলে প্রপার্টিজ- যাদের মালিক ছাড়া অন্য কোন কর্মচারী নাই) ।
যেকোন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাকটর ।
সেল্ফ এমপ্লয়েড ব্যক্তি ।
কিভাবে আবেদন করবেন?
কল করুন আপনার ব্যাংকে। আপনার ব্যাংক এ বিষয়ে সাহায্য করবে।
অথবা সরাসরি আবেদন করুন নিচের লিংকে
http://paycheckprotectionprogrammichigan.com/
আবেদন বিষয়ে সাহায্য নিতে চাইলে যোগাযোগ করুন- 248-220-7245