পুলিশের গুলিতে ১৫ মামলার আসামি নিহত, এএসআই আহত

banglashangbad

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আ.করিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ময়মনসিংহে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। তিনি তারাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের মুত আব্বাস আলীর ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা পীর সাহেবের রাইছ মিলের উত্তর পাশে কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে মাদক কেনা বেচা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের দুটি টহল দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আনোয়ার হোসেন নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড গুলি ও ২শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানায়, নিহত আ. করিমের বিরুদ্ধে ময়মনসিংহের তারাকান্দাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।