পুষ্টি বিষয়ক কর্মসূচী সূচনা’র কার্যক্রম পরিদর্শন করেন সাবিনা খাতুন

banglashangbad

পুষ্টি বিষয়ক কর্মসূচী সূচনা’র কার্যক্রম‘র পরিদর্শন করেন ফুটবলদলের অধিনায়ক সাবিনা খাতুন জাতীয়নারী ফুটবলদলের অধিনায়ক সাবিনা খাতুনের পুষ্টি বিষয়ক কর্মসূচী সূচনা’র কার্যক্রম পরিদর্শন এবং কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করনের আহবান জানান তিনি গত ২১শে মেপ্টেম্বর সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের কিশোরী দলের জীনব দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনে বাংলাদেশ জাতীয়নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন অংশ গ্রহন করেন। তিনি কিশোরীদেও মাঝে জীবন দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

সাবিনা তার নিজের জীবনের বেড়ে ওঠার গল্প উপ¯ি’ত অংশ গ্রহনকারীদেও মধ্যে তুলে ধরেন, যাউপ¯ি’ত সকলকেই অনেক উদ্বুদ্ধ করে। তিনি সকলকে সচেতন হয়ে বাল্য-বিবাহ রোধ, নারীর পুষ্টির উন্নয়ন, শিশুদেও মাঝে অপুষ্টি দুর করতে সকলের সমন্বিত প্রচেষ্টার প্রতি আহবান জানান। তিনি সেভ দ্য চিল ড্রেনের নেতৃত্বে ও তার সহযোগী সংগঠ সমূহ কর্তৃক বাস্তবায়িত পুষ্টি বিষয়ক কর্মসূচী“ সূচনা প্রোগ্রাম”এর মাঠ পর্যায়ের কর্মসূচী পরিদর্শন করেন। উল্লেখ্য সিলেট এবং মৌলভীবাজাওে খর্বকায় শিশুর হার দেশের যে কোন জেলার থেকে সবচাইতে বেশী। এই লক্ষ্যে সিলেটি বভাগের এই দুই জেলায় দাতাসংস্থা ডি এফ আইডি ও ইউরোপিয়ন কমিশনের অর্থায়নে একটি সমন্বিতকার্যক্রম “সূচনা প্রোগ্রাম” বাস্তবায়িতহ” হয়েছে। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কিশোরীদেও সামগ্রিক সামাজিক উন্নয়নে “সূচনা প্রোগ্রামের” শুভে”ছা দূত হিসেবে পুষ্টি উন্নয়নে ভুমিকা রাখছেন।